
বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের জন্য বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী প্রার্থীকে সুযোগ দেওয়া হবে। দেশের যেকোনো জেলার প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১১ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত।
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ২৮০ জন (পুরুষ) – ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)।
রেগুলেটিং: ১২ জন (পুরুষ), ৮ জন (মহিলা) – এসএসসি (বিজ্ঞান)।
রাইটার: ১৮ জন (পুরুষ), ৪ জন (মহিলা) – এসএসসি (বিজ্ঞান)।
স্টোর: ১৪ জন (পুরুষ), ৪ জন (মহিলা) – এসএসসি (বিজ্ঞান)।
মিউজিশিয়ান: ৮ জন (পুরুষ) – এসএসসি (বিজ্ঞান)।
মেডিকেল: ১০ জন (পুরুষ), ৬ জন (মহিলা) – জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)।
কুক: ২৫ জন (পুরুষ) – এসএসসি/সমমান।
স্টুয়ার্ড: ১০ জন (পুরুষ), ৮ জন (মহিলা) – এসএসসি/সমমান।
টোপাস: ১৫ জন (পুরুষ) – অষ্টম শ্রেণি পাস।
এমওডিসি (নৌ): ৮ জন (পুরুষ) – এসএসসি/সমমান।
প্রার্থীদের উচ্চতা ১৫৭.৪৮ সেমি থেকে ১৭২.৫ সেমি পর্যন্ত নির্ধারিত মান অনুযায়ী হতে হবে (পদভেদে আলাদা)।
আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে।
আবেদন ফি: ৩০০ টাকা।
নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।
👉 আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।