বাংলাদেশ সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বাংলাদেশ সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশ

বাংলাদেশের সংবিধানে সংবিধানে ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন।

 

একই সাথে সংবিধানের বর্তমান চার মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে গণতন্ত্রের সাথে নতুন চারটি মূলনীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করেছে সংস্কার কমিশন।

 

তাদের সুপারিশকৃত মূলনীতিগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র।

 

এছাড়াও সরকার ও জাতীয় সংসদের মেয়াদ চার বছর, প্রধানমন্ত্রী পদে দুই বারের বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার সুপারিশও করেছে এই কমিশন।

 

এছাড়া সংসদে বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

 

অর্থবিল ছাড়া সবক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংস্কার কমিশন। রাষ্ট্রপতির মেয়াদ ধরা হয়েছে চার বছর।

 

 

সংবিধান সংশোধন করতে দুই কক্ষে ভোট করারও প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশে। ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বিধানটি বিলুপ্তের সুপারিশও করা করেছে কমিশন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ