২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা কমিটির অনুমোদন প্রদান

admin
প্রকাশিত ২২ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১৮:২৬:০৯
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা কমিটির অনুমোদন প্রদান

Manual3 Ad Code

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা কমিটির অনুমোদন প্রদান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের (বি.সি.পি.সি) কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেহলী পারভীন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ অনুমোদন দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–এর ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমানসহ নীতিনির্ধারণী পরিষদের একাধিক সদস্য। কক্সবাজার জেলা কমিটির পক্ষে প্রধান কার্যালয়ের দাপ্তরিক অনুমোদিত নথি গ্রহণ করেন কেন্দ্রীয় মহিলা সম্পাদক সাঈদা সুলতানা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মিঠু মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন, “বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব একটি আদর্শ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করছে। কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও সীমান্তবর্তী জেলায় একটি শক্তিশালী জেলা কমিটি গঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, কক্সবাজার জেলা কমিটি সততা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ ও নৈতিক মান উন্নয়নে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। দেশ ও মানুষের স্বার্থে নির্ভীক সাংবাদিকতা চর্চাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে নেতৃবৃন্দ কক্সবাজার জেলা কমিটির নবনিযুক্ত সদস্যদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual3 Ad Code