সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
বাংলা ভাষাকে ‘বাংলাদেশের ভাষা’ বলায় দিল্লি পুলিশের প্রতি মমতার ক্ষো ভ। দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘অসম্মানজনক, দেশবিরোধী ও সংবিধান-বিরোধী’ বলে আখ্যা দিয়েছেন।
এই বিতর্কের সূত্রপাত একটি তদন্তসংক্রান্ত চিঠিকে ঘিরে, যা দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জের কাছে পাঠানো হয়েছিল। বলা হচ্ছে, চিঠিটি ‘ফরেনার্স অ্যাক্ট’ অনুযায়ী একটি মামলার অংশ।
রবিবার (৩ আগস্ট) মমতা বলেন, “দিল্লি পুলিশ, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তারা বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করেছে—এটি বাঙালি সমাজের প্রতি চরম অবমাননা।”
তিনি আরও বলেন, “বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এই ভাষায় কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ। ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ উভয়ই বাংলা ভাষায় লেখা। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন। যে ভাষা ভারতীয় সংবিধানে স্বীকৃত, তাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা অত্যন্ত দুঃখজনক।”
মমতা ব্যানার্জি অভিযোগ করেন, এই ভুল ভাষা ব্যবহার করে ভারতের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের অপমান করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলা হয়েছে, দিল্লির একটি মামলায় আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর পুলিশ বঙ্গভবনে চিঠি পাঠিয়ে ‘বাংলাদেশি জাতীয় ভাষা’র অনুবাদকের অনুরোধ করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD