১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাউফলে নৌ পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়ায় ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

admin
প্রকাশিত ১৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ১৬:৪৮:৫৮
বাউফলে নৌ পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়ায় ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

Manual2 Ad Code

নিখোঁজের তিন দিন পর স্বজনদের হাতে মিলল দর্জি রাসেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর বাউফলে নৌ পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পর রাসেল খান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার বাতিঘর পয়েন্টে তাঁর স্বজনেরা লাশটি উদ্ধার করেন।

🔸 কীভাবে ঘটেছিল ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে সরকারঘোষিত ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধুসহ ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান।

Manual3 Ad Code

এ সময় নৌ পুলিশের টহল দল তাঁদের ধাওয়া দিলে রাসেল নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

🔸 নিহতের পরিচয়

রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে।
পেশায় তিনি একজন দর্জি, স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তাঁর নিজস্ব দোকান ছিল।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Manual8 Ad Code

🔸 পুলিশের বক্তব্য

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আখতারুজ্জামান সরকার) বলেন,

Manual3 Ad Code

“লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Manual6 Ad Code