১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাকসু’ নাম নিয়ে বিরোধ: মহাসড়ক অবরোধ করল বিএম কলেজের শিক্ষার্থীরা

admin
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২০:৫১:১৭
বাকসু’ নাম নিয়ে বিরোধ: মহাসড়ক অবরোধ করল বিএম কলেজের শিক্ষার্থীরা

Manual8 Ad Code

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সংক্ষিপ্ত নাম ‘বাকসু’ অনুমোদনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, বিএম কলেজের ছাত্র সংসদ ১৯৫২ সাল থেকেই ‘বাকসু’ নামে পরিচিত, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করছে।

আজ রোববার দুপুরে শিক্ষার্থীরা ঢাকা–বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এ সময় ববি শিক্ষার্থীদের উদ্দেশে বিক্ষুব্ধ ছাত্ররা ‘বাকসু চোর’ স্লোগান দিতে থাকেন।

Manual7 Ad Code

সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছাত্র সংসদের নাম ‘বাকসু’ হিসেবে অনুমোদনের পর থেকেই বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী কামরুল হাসান বলেন, “বাকসু বিএম কলেজের ৭২ বছরের ঐতিহ্য। হুট করে কেউ এসে এই নাম দাবি করবে—তা মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে বরিশালে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

আরেক শিক্ষার্থী সুমি হক বলেন, “দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আজ আমরা দুই দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”

Manual8 Ad Code

জানা গেছে, বিএম কলেজ ছাত্র সংসদ ১৯৫২ সাল থেকে ‘বাকসু’ নাম ব্যবহার করে আসছে। অন্যদিকে, ববি সিন্ডিকেট সম্প্রতি তাদের ছাত্র সংসদেও একই নাম অনুমোদন দিয়েছে। এর আগে দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি

Manual2 Ad Code