১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএম কলেজে দুই শিক্ষার্থীর অনশন

admin
প্রকাশিত ২৭ অক্টোবর, সোমবার, ২০২৫ ২২:১২:২৩
বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএম কলেজে দুই শিক্ষার্থীর অনশন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দুই শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

ইতিহাস বিভাগের ২১–২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি গতকাল রোববার দুপুরে কলেজ প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন। আজ সোমবার বিকেলে তাঁর সঙ্গে যোগ দেন ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক মাইনুল হক। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁদের অনশন অব্যাহত ছিল।

অনশনরত ফেরদৌস রুমি বলেন,

Manual2 Ad Code

“৩২ হাজার শিক্ষার্থীর পদচারণে মুখর বিএম কলেজ, কিন্তু ২৪ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন চলবে।”

অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন,

Manual2 Ad Code

“নির্বাচনের দাবিতে আমরা এক মাস ধরে আন্দোলন করছি। প্রশাসন সাড়া না দিলে অনশনের পাশাপাশি কলেজে শাটডাউন কর্মসূচি দেওয়া হতে পারে।”

Manual5 Ad Code

বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন,

“ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।”

Manual7 Ad Code

প্রসঙ্গত, বরিশাল বিএম কলেজে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিএম কলেজেও নির্বাচন আয়োজনের দাবি জোরালো হয়েছে।