বাগেরহাটের কচুয়ায় ইউরিয়া সারের বস্তায় হুক মারার অভিযোগে মেসার্স রুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুন্নাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাষায় বাজার এলাকায় ওই ডিলারের দোকানে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা এ জরিমানা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক শরিফা সুলতানা জানান, ভবিষ্যতে এ ধরনের কাজ করলে এবং কৃষকদের সঙ্গে প্রতারণায় জড়ালে ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হবে এবং গুদাম সিলগালা করা হবে।