১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড্ডায় চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২১:৫৩:২৬
বাড্ডায় চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

Manual5 Ad Code

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Manual2 Ad Code

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

Manual3 Ad Code

তিনি জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলে ওঠা বাসটি তখনো রাস্তায় চলন্ত ছিল। তবে কী কারণে আগুন লেগেছে—তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সময় বাসটিতে যাত্রী ছিল কি না—সে বিষয়েও ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

Manual8 Ad Code