১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড্ডায় চাকরির প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ: দুজন গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ২১:৫৭:২৩
বাড্ডায় চাকরির প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ: দুজন গ্রেপ্তার

Manual6 Ad Code

ঢাকা (১৮ ডিসেম্বর ২০২৫): রাজধানী ঢাকার বাড্ডা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে রিয়াজ শিকদার (৩৩) নামের এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন সাগর আহম্মেদ রয়েল (৩২) এবং ওমর সানি রাব্বি (৩৫), যাদেরকে উত্তর বাড্ডার পূর্বাচলের ৬ নম্বর লেন থেকে গতকাল (১৭ ডিসেম্বর) রাতে আটক করা হয়।

অপহরণের পর মুক্তিপণের টাকা দাবির অভিযোগ
ভুক্তভোগী রিয়াজ শিকদারের বড় ভাই মিরাজ শিকদার, গতকাল মধ্যরাতে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তার ছোট ভাই রিয়াজের সঙ্গে কিছুদিন আগে সাগর আহম্মেদ রয়েল নামের এক যুবকের পরিচয় হয়। ওই ব্যক্তি রিয়াজকে পার্টটাইম চাকরির প্রলোভন দেখিয়ে ১২ ডিসেম্বর বাড্ডায় ডেকে আনেন। এরপর তাঁকে পূর্বাচলের ২৬ নম্বর লেনে নিয়ে গিয়ে একটি টিনশেড রুমে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

Manual3 Ad Code

মিরাজ শিকদার জানিয়েছেন, অপহরণকারীরা তাঁকে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করে এবং ১ হাজার ৯০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর পর রিয়াজকে মারধর করে ছেড়ে দেয়।

র‍্যাবের কার্যক্রম
র‍্যাব-১-এর সিপিসি-২ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, “অপহরণের ঘটনার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে দুজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী যুবকও তাঁদের অপহরণের সঙ্গে জড়িত ছিলেন বলে শনাক্ত করেছেন।” গ্রেপ্তারকৃতদের বাড্ডা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

আসামিদের আদালতে পাঠানো
ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানান, “অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

Manual6 Ad Code

এদিকে, এই ঘটনায় আরও চারজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে বলে জানানো হয়েছে।

Manual6 Ad Code