সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি দীর্ঘ ১১ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে ঘোড়া প্রতীকে সভাপতি পদে ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম শিকদার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে সেলিম হায়দার পেয়েছেন ২৫৯ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক বিদ্যুতিক পাকা প্রতীকে ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকে ওবায়দুর রহমান শাওন পেয়েছেন ২৬২ ভোট।
এছাড়াও সহ-সভাপতি পদে আব্দুর রউফ ও কোষাধ্যক্ষ পদে মুখলেছুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) উপজেলার বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
ভোটগ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা কাজে অন্তত ৩০ জন পুলিশ ও আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভোটগ্রহণ শেষে রাত ৮টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম ও প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী।
এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমূখ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD