১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

admin
প্রকাশিত ২৬ অক্টোবর, রবিবার, ২০২৫ ১১:৩০:০৭
বান্দরবানের থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

Manual7 Ad Code

দেড় বছরের ব্যবধানে তৃতীয় বড় অগ্নিকাণ্ড বলিপাড়া বাজারে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। দেড় বছরের ব্যবধানে এটি বলিপাড়া বাজারের তৃতীয় বড় অগ্নিকাণ্ড।

Manual5 Ad Code

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা বলেন,

“তখন রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দক্ষিণ-পশ্চিম প্রান্তে হইচই শুনে বের হয়ে দেখি আগুন জ্বলছে। টিটু দাশের রেস্টুরেন্ট ও জাফর আহম্মদের সারের দোকানের মাঝখান থেকে আগুনের সূত্রপাত হয়।”

Manual7 Ad Code

আগুনে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী হ্লায়ইচিং মারমা বলেন,

Manual1 Ad Code

“খুব দুর্ভাগ্য আমার। মালপত্র সরানোর কোনো সুযোগই পাইনি।”

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান,

“আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”

থানচি ফায়ার স্টেশনের লিডার পিয়ার মোহাম্মদ বলেন,

“রাত সোয়া ২টার দিকে খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদুল্লাহ আল-ফয়সাল বলেন,

“আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণকাজে রয়েছি। বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনা খাবার ও কম্বল দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।”