বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি খালের মুখে শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকার চালক ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শৈসাইমং মারমা।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৈসাইমং মারমা রেমাক্রি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা ছিলেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেমাক্রি ইউনিয়নে মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা বিজিবির মাধ্যমে খবর পেয়েছি। বৃহস্পতিবার বিস্তারিত জানা যাবে।’
আপনি চাইলে আমি এই নিউজটি আরও বিস্তৃত, সংক্ষিপ্ত বা অনলাইন সংস্করণের মতো সাজিয়ে দিতে পারি।