সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিতে বান্দরবানের হোটেল-রিসোর্টের কক্ষ আগাম বুকিংয়ের হিড়িক পড়েছে। এরইমধ্যে জেলা সদরের বেশিরভাগ হোটেল-রিসোর্টের ৮০-১০০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
বুধবার (৪ জুন) বিকেলে সংশ্লিষ্ট সূত্রে এতথ্য জানা গেছে। ব্যবসায়ীরা জানান, বছরজুড়ে কমবেশি পর্যটকদের পদচারনায় মুখরিত থাকে পাহাড়কন্যা খ্যাত বান্দরবানে। তবে সরকারি বিশেষ ছুটির দিনে পর্যটকের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।
হলিডে ইন ও ইকোসেন্স রিসোর্টের মালিক জাকির হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে বর্ষার শুরুতে পাহাড় আর মেঘের অপূর্ব দৃশ্য দেখতে অনেক পর্যটক আসবেন বলে আশা করছি। এরইমধ্যে আমার দুটি রিসোর্টেই ৯-১০ জুন পর্যন্ত শতভাগ বুকিং হয়ে গেছে।’
হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার ইসমাইল হোসেন সুমন বলেন, ঈদুল আজহার ১০ দিনের সরকারি ছুটিকে ঘিরে আমাদের হোটেলের প্রায় ৮০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এবার পর্যটকদের ভালো সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
৯-১০ জুন হোটেলের ৬৫ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে জানান হোটেল হিল ভিউ’র ফ্রন্ট ডেক্স ম্যানেজার আবদুর রহিম। তিনি বলেন, আগামী দিনগুলাতে শতভাগ বুকিং পাবো বলে আশা করছি।
বান্দরবান হোটেল-মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হোটেল আরণ্যর মালিক জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, এখনো আশানুরূপ সাড়া পাওয়া না গেলেও শেষের দিকে পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য বান্দরবানে বেড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে বান্দরবান ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) হাসান ইকবাল চৌধুরী জানান, জেলার প্রায় ৯০ শতাংশ হোটেল-মোটেল ও রিসোর্ট বুকিং হয়ে গেছে। ঈদের ছুটিতে দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও চিম্বুকসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দুই শিফটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে। তিনি পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD