বাবরকে ঘিরে এনসিপি নেতার বক্তব্যে উত্তাপ, পাল্টা প্রতিক্রিয়া

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

বাবরকে ঘিরে এনসিপি নেতার বক্তব্যে উত্তাপ, পাল্টা প্রতিক্রিয়া

বাবরকে ঘিরে এনসিপি নেতার বক্তব্যে উত্তাপ, পাল্টা প্রতিক্রিয়ায় রাফি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পর নেত্রকোণায় উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় ২৭ জুলাই (রবিবার) বিকেলে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

 

 

 

 

 

 

নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা ও সমালোচনা। ২৮ জুলাই (সোমবার) গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে জানান, “লুৎফুজ্জামান বাবর একজন প্রমাণিত দেশপ্রেমিক রাজনীতিবিদ। আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। একজন নির্যাতিত নেতার বিরুদ্ধে আবারও অভিযোগ আনা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। রাজনীতিতে শালীনতা ও ন্যায়বোধ বজায় রাখা জরুরি।”

এনসিপির আয়োজনে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় “দেশ গড়তে জুলাই পদযাত্রা” নামক অনুষ্ঠানে পাটওয়ারী বলেন, “বাংলাদেশে নানা হত্যাকাণ্ড ও ঘটনার মধ্যে অন্যতম ছিল ১০ ট্রাক অস্ত্রের চালান। এমন অস্ত্র যদি ব্যবহারই না করেন, তাহলে আনলেন কেন? এই ঘটনার প্রভাব পুরো অঞ্চলে পড়েছিল।”

 

 

 

 

তিনি আরও বলেন, “আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারাভোগ করেছেন, কিন্তু তার কাজ সমর্থন করি না। ওই ঘটনার জন্য বিএনপি ক্ষমতায় ফিরতে পারেনি। ফলে ফ্যাসিবাদী শাসনের সুযোগ তৈরি হয়েছে এবং বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনায় তাকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ