সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ছাত্রলীগ নেতার কবলে থাকা এক যুক্তরাজ্য প্রবাসীর বাসা ভাড়াটিয়ার সাথে যোগসূত্র তৈরি করে জবরদখল চেষ্টা কতিপয় ভূমি খেকো চক্রের ক্যাডার বাহিনীরা বলে অভিযােগ পাওয়া গেছে।
মালিকের বাসায় ভাড়াটিয়া থেকে ওই অভিযুক্তরা এখন বাসা না ছেড়ে উল্টাে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে নানা ধরণের হুমকি-ধমকি দিচ্ছে বাসা মালিককে এমন অভিযোগ এনে বাসা মালিকের পক্ষে আলেয়া খানম নামে এক মহিলা (ভুক্তভোগী প্রবাসীর বোন) সিলেট মেট্টােপলিটন পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযােগ করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার বরাবরে দেয়া লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে ১৫দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার বলে জানা গেছে।
পুলিশ বলছে, অভিযুক্তদের থানায় বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে উপস্থিত হওয়ার জন্য বারবার নোটিশ দিলেও তারা সময় ক্ষেপণ করছে। সর্বশেষ রোববার উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা উপ- পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে উপস্থিত হননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, যাদের বিরুদ্ধে এ অভিযােগ তারা আ’লীগ ও এর অঙ্গসংগঠণের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল। বিধায়পুলিশের সামনে আসবেনা এমনটাই এলাকাবাসীর মন্তব্য।
পুলিশ কমিশনার বরাবরে আলেয়া খানমএর দেয়া অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তার যুক্তরাজ্য প্রবাসী ভাই আফসার খাঁন নগরীর কুমারপাড়ার ৪৬ নং টিনসেড সেমি পাকা (ঝর্ণারপাড়) বাসাটি শাহনাজ বেগমের কাছ থেকে ক্রয় করে ভােগদখলে ছিলেন।
একপর্যায়ে আব্দুল মুকিত ও জামাল উদ্দিন নামের দুই ব্যক্তি ওই বাসাটি মেরামত করে ভাড়া নেয়ার প্রস্তাব দিলে আফসার খাঁন রাজি হন। এরপর থেকে তারা নিয়মিত ভাড়া প্রদান করে আসছিলেন।
কিছুদিন আগে পূর্ণাঙ্গ মেরামতের জন্য ভাড়াটিয়া মুকিত ও জামালকে বাসাটি ছেড়ে দেয়ার তাগাদা দেয়া হলে শুরু হয় টালবাহানা । একপর্যায়ে ভাড়া দেয়াও বন্ধ করে দেয়। তাদেরকে আফসার খাঁনের পক্ষে তার বােন আলেয়া খানম বার বার বাসা ছাড়ার তাগাদা দিলে তারা উল্টাে ক্ষিপ্ত হয়ে উঠে। অপরিচিত ক্যাডার বাহিনী দিয়ে দিতে থাকে নানা ধরণের হুমকি- ধামকি। এক পর্যায়ে বাসা ছাড়তে দাবি করে ৫০ লাখ টাকা।
কমিশনার বরাবর অভিযােগ দিলে তিনি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপ-পুলিশ কমিশনার (উত্তর)কে নির্দেশ দেন।
জানতে চাইলে আলেয়া খানম বলেন, “কমিশনার মহােদয়সহ বর্তমান প্রশাসন খুব আন্তরিক। কিছুদিন আগে খবরে দেখেছি কমিশনার মহােদয়ের আন্তিরক প্রচেষ্ঠায় দীর্ঘ কয়েক বছর পর একজন প্রবাসীর বাসা উদ্ধার করে দেয়া হয়েছে। তাই আমরা ন্যায় বিচার প্রত্যাশী।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: শাহরিয়ার আলম বলেন, “বিবাদীপক্ষ নোটিশ দেয়ার পরও বারবার কালকে ফোন করছে। আরেকটি নোটিশ দিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মুকিত সিলেট জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিন আওয়ামী লীগ রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিগত সরকারের মাদক ব্যবসা, ভূমি দখল সহ নানা ধরনের অপকর্মে জড়িত ছিলো তারা। এ কারণেই বর্তমানে গা -ঢাকা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD