বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসাভাতা বাড়ানো ও উৎসবভাতার হার বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গিয়ে শেষ হবে। এরপর সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার দুপুরে অনশন কর্মসূচি শেষে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন,
“সারা দিন শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করে তাঁদের দাবি তুলে ধরেছেন। প্রশাসনের পক্ষ থেকে কেউ কথা বলতে আসেনি। বরং আমাদের আন্দোলনের সময় শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তাই আগামীকাল বিক্ষোভ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।”
শিক্ষকদের তিন দফা দাবি
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান।
চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা।
উৎসবভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।
আন্দোলনের পটভূমি
১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে পুলিশের অনুরোধে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান।
সেদিনই পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরদিন থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে শিক্ষক প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)–এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সরকার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়। কিন্তু শিক্ষকরা তা অপর্যাপ্ত ও অসম্পূর্ণ বলে প্রত্যাখ্যান করেন।
সরকারের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই শিক্ষকদের আন্দোলন আরও বেগবান হয়েছে। আগামীকালের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসন বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।