২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তাটি দেয়াল দিয়ে ঘিরে রাখা

admin
প্রকাশিত ০১ জুলাই, মঙ্গলবার, ২০২৫ ২২:০৫:২৬
বাড়ি থেকে বাহির হওয়ার  রাস্তাটি দেয়াল দিয়ে ঘিরে রাখা

Manual4 Ad Code

জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের এক অসহায় পরিবারকে দুই মাস ধরে অবরুদ্ধ করে রেখেছেন এক বিত্তশালী পরিবার।

অসহায় পরিবারটির বাড়ি থেকে বাহির হওয়ার একমাত্র রাস্তাটি দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে।

Manual2 Ad Code

এ অবস্থা থেকে উদ্ধারের জন্য ভুক্তভোগী জেসমিন আক্তার রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছেন। সোমাবার ঘটনাটি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা সভায়ও আলোচনা হয়েছে।

 

Manual1 Ad Code

 

 

 

জেসিমন আক্তার বলেন, কয়েক বছর ধরে প্রতিবেশী প্রভাবশালী লোকজন দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তার স্বামী লিটন আহমদ মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। সংসার চালানোর জন্য তিনি নিজে গ্রামে গ্রামে গিয়ে প্রতিদিন এসএমসি কোম্পানির ওরস্যালাইন বিক্রি করেন। এই আয়েই পরিবারের ভরনপোষণ, সন্তানের লেখাপড়ার খরচ ও স্বামীর চিকিৎসা ব্যয় বহন করেন। অসহায় এই পরিবারের বাড়ির জায়গা জমির ওপর পার্শ্ববর্তী বাড়ির বিত্তশালী বাসিন্দাদের চোখ পড়েছে।

 

 

 

 

জেসমিন আরও উল্লেখ করেন, আমাদের বাড়ির কিছু জায়গা আমাদের মালিকানাধীন এবং কিছু জায়গা জরিপের সময় প্রভাবশালীরা ডিসির খতিয়ানভুক্ত করিয়ে ফেলেছে। বর্তমানে ডিসির খতিয়ানের জায়গার বাৎসরিক খাজনা দিয়ে আমরা উপস্বত্ব ভোগ করছি। কিন্তু আমার স্বামী মানসিক রোগী হওয়ার সুযোগে আশপাশের প্রভাবশালী লোকজন আমাদের জায়গা জমি আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে আমার পরিবারকে বাড়ি ছাড়া করতে নানাভাবে আমাদেরকে চাপে রেখেছে। প্রায় প্রায় দুই মাস পূর্বে পাশের বাড়ির বাসিন্দা মৃত আব্দুল আজিজ আজই মিয়ার ছেলে জকিগঞ্জ শহরের আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ পরিকল্পিতভাবে আমার বাড়ির সীমানা ঘেঁষা চলাচলের একমাত্র রাস্তাটির প্রবেশমুখে প্রায় ৫ ফুট উচ্চতার একটি পাকা দেয়াল নির্মাণ করে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। ফলে আমরা লোক সমাজ থেকে চরমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। সন্তানদের বিদ্যালয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এবং প্রয়োজনে চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বাইরে হওয়া সম্ভব হচ্ছে না। বাড়ির প্রবেশমুখে থাকা উক্ত রাস্তাটি বহু বছর ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল, রাস্তাটি বিলেরবন্দ-জকিগঞ্জ বাজারমুখী সরকারি পাকা সড়কে গিয়ে যুক্ত হয়েছে। যা বিত্তশালীরা বন্ধ করে আমাদের পরিবারকে কার্যত একঘরে অবস্থায় দেয়ালে আবদ্ধ করা হয়েছে। রাস্তাটি বন্ধ করে দেয়াল নির্মাণ করায় চারটি সন্তানেরা নিয়মিত স্কুল, মসজিদে যেতে পারছেনা। প্রায় সময় ক্লাসে উপস্থিত হতে স্কুল থেকে শিক্ষকরা খবর পাঠালে সন্তানরা স্কুলে যাওয়ার সময় দেয়াল টপকে চলাচল করতে গিয়ে আহত হয়। এমনকি দেয়ালের ওপর টপকে চলাচলের সময়ও প্রভাবশালীরা গালিগালাজ করেন। জেমসিন আক্তারের বড় মেয়ে আগামি বছরে এসএসসি পরীক্ষার্থী এবং ছোট আরো তিনটি সন্তান স্কুলে লেখাপড়া করে।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রভাবশালী এমাদ উদ্দিন ও এনাম আহমদ যে রাস্তাটি বন্ধ করেছেন এ রাস্তা দিয়েই জেসমিন আক্তারের পূর্বপুরুষরাও যাতায়াত করেছেন। গ্রামবাসী বিষয়টি সমাধানের চেষ্ঠা করলেও প্রভাবশালীরা মানেনি। এমনকি জেসমিন আক্তারের স্বামী লিটন আহমদ ঘটনাটি নিয়ে মসজিদে মহল্লাবাসীর কাছে নালিশ দিলেও উল্টো প্রভাশালীদের হুমকির মূখে পড়েন।

 

 

 

 

Manual8 Ad Code

 

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক কেএম মামুন জানান, উপজেলা আইন শৃঙ্খলার মাসিক সভায় জকিগঞ্জে প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে বিত্তশালীরা দেয়ালে অবরুদ্ধ করে রেখেছেন এ বিষয়টি তিনি উত্থাপন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বলেছেন।

এদিকে অমানবিক এমন ঘটনার খবর শুনে সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকরা অসহায় পরিবারটিকে দেখতে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অসহায় জেসমিন আক্তারের বাড়ীটি দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের পাশ দিয়েই একটি বড় রাস্তা রয়েছে। কিন্তু বিত্তশালীরা রাস্তাটি তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। এতে পরিবারটি অবরুদ্ধ অবস্থায় দিন যাপন করছে। দেয়াল টপকে সাংবাদিকরা বাড়ির ভেতরে গিয়ে পরিবারটির লোকজনের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের কাছে পেয়ে পরিবারটি কান্নায় ভেঙ্গে পড়েন।

 

Manual7 Ad Code

 

 

 

 

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ব্যাপারে বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জের আজিজিয়া সেন্টারের মালিক এমাদ উদ্দিন বলেন, আমরা উক্ত রাস্তার জায়গা খরিদ করে দেয়াল দিয়ে নিরাপদ করেছি, অন্য কারো জায়গা দখল করিনি। দেয়াল নির্মাণ করায় জেসমিন আক্তারের পরিবার অবরূদ্ধ হয়েছে স্বীকার করে বলেন, আমার রাস্তায় তাদের কোন জায়গা নেই। রাস্তার জায়গাটি আমার ব্যক্তিগত। কোনভাবেই তিনি জেসমিন আক্তারের পরিবারকে রাস্তা দিতে পারবেন না বলে জানান। তবে আগে এ জায়গার ওপর দিয়ে জেসমিনের পরিবার চলাচল করেছেন বলেও তিনি স্বীকার করেছেন।