সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫
মোঃ মোহন আহমদ : সিলেট নগরী বালুচর ৩৬ নং ওয়ার্ড আল ইসলাহ বায়তুল জান্নাত জামে মসজিদ ২ নং মসজিদ নামে পরিচিত। এক সময়ে ছন’বাঁশ দিয়ে এই মসজিদ নির্মান হয়, এবং এলাকার মুসল্লীরা মিলে মসজিদের খেদমতে অক্লান্ত পরিশ্রম করে বর্তমানে ইট বালু পাথরে নির্মিত চারতলা সম্পুর্ন।
বায়তুল জান্নাত জামে মসজিদ ১৯৭২ ইংরেজি স্থাপিত হয়। তৎকালীন সময়ে প্রাক্তন বিচারক মরহুম আব্দুল মজিদ মসজিদ নির্মানে ২০ শতক জায়গা দান করেন,। বায়তুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন মসজিদ নির্মানে, এবং স্থানীয়দের ও প্রবাসীদের সহযোগিতা, চারতলা ভবনের ওপরে স্বমহিমায় মাথা উঁচু করে রয়েছে সুদৃশ্য মিনার। জনসাধারণের জন্য নামাজ আদায় ও দ্বীন শিক্ষার জন্য বালুচরে প্রশংসনীয় এই মসজিদ।
বর্তমানে বায়তুল জান্নাত জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন হযরত মুফতি জাকারিয়া মাহমুদ। মসজিদের ভেতরে পশ্চিমের দেয়ালের মাঝখানে খিলান আকৃতির একটিই মিহরাব রয়েছে এবং চমৎকার নকশার বই রাখার তাক তৈরি করা। সেখানে পবিত্র কোরআন শরিফ, হাদিস ও ধর্মীয় কিতাব রাখা। মসজিদের বারান্দায় চার কাতারে নামাজের স্বু’ব্যবস্থা রয়েছে। মসজিদের মুয়াজ্জিন এর দায়িত্বে রয়েছেন হাফিজ খালেদ আহমদ,ও মাওলানা এমদাদুল হক। মসজিদ কমিটির সদস্য মাওলানা মাছুমুর রহমান,হেলু আহমদ,মোঃ সিরাজুল ইসলাম সিরাজ , সাবেক ইমাম ও খতিব মসজিদ কমিটির সদস্য হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, মসজিদ কমিটির সদস্য হাফিজ মাছুম চৌধুরী জানালেন, মসজিদে সাধারণত দুই হাজার পাঁচশত মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। তবে এখন রমজান মাসের প্রতি জুমায় ছাদে ও সামনের সড়কে আরও অতিরিক্ত তিনশত দুই মুসল্লি এখানে নামাজ আদায় করেন, আলাপকালে জানান, বালুচরবাসী সহ যারা মসজিদে দান করে পরিশ্রম করে আজ বৃহত একটি মসজিদ প্রতিষ্টিত করেছেন,এবং যারা কবরবাসী হয়েছেন আল্লাহ উত্তম বদলা সবাইকে দান করুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। মসজিদের ভূমিদাতা প্রাক্তন বিচারক মরহুম আব্দুল মজিদ এর আত্মার মাগফিরাত কামনা করে, তাহার পরিবার বর্গের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন এবং মসজিদের অসম্পূর্ণ কাজে বৃত্তবান লোকদের সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD