
ঢাকা:
যাত্রী পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পাইলট ভিত্তিতে তিনটি রুটে ই-টিকিটিং সেবা চালু করছে। এ সেবা পরিচালনা করবে অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডটকম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসি প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে ই-টিকিট সেবা সম্পর্কিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
স্বাক্ষর করেন—
বিআরটিসির পক্ষ থেকে:
মো. আব্দুল লতিফ (মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান)
মো. জুলফিকার আলী (বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান)
সহজ ডটকমের পক্ষ থেকে:
শাকিল জোয়াদ রহিম (পরিচালক, টিকিটস)
পাইলট প্রকল্পে ই-টিকিটিং সেবা চালু হবে—
ঢাকা–বরিশাল–ঢাকা
ঢাকা–দাউদকান্দি–ঢাকা
ঢাকা–আড়াইহাজার–ঢাকা
যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, কল সেন্টারসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টিকিট কিনতে পারবেন।
টিকিটপ্রতি অনলাইন চার্জ: ২০ টাকা (সহজ ডটকম নেবে)
পেমেন্ট গেটওয়ে চার্জ: গ্রাহককে প্রদান করতে হবে (চলমান নিয়ম অনুযায়ী)
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন,
“পাইলটিং হিসেবে তিনটি রুটে শুরু হলেও সফল হলে ধীরে ধীরে সব রুটে ই-টিকিটিং চালু করা হবে। রেলওয়ের ই-টিকিটিংয়ে সহজের অভিজ্ঞতা রয়েছে, ফলে যাত্রীরা উন্নত সেবা পাবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম
পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী
করপোরেশনের বিভিন্ন বিভাগের জিএম
বিআরটিসি ও সহজ ডটকমের কর্মকর্তারা