
সাদা রঙের, সাত আসনের ও ২ হাজার ৮০০ সিসির একটি টয়োটা ‘হার্ড জিপ’ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধিত হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার স্বার্থে দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতি দেয়।
বৃহস্পতিবার বিআরটিএর দেওয়া রেজিস্ট্রেশনের বিস্তারিত প্রতিবেদন আজকের পত্রিকার প্রতিবেদকের হাতে এসেছে।
রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, গাড়িটির রেজিস্ট্রেশন আইডি ২-৬২৮৪৬১৯ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ-১৬-৬৫২৮। গাড়িটি কোনো ব্যক্তির নামে নয়; বরং সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে নিবন্ধিত। মালিকের ঠিকানা হিসেবে উল্লেখ আছে— ২৮/১ নয়াপল্টন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
গাড়িটি আমদানি করেছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের এশিয়ান ইমপোর্টস লিমিটেড।
রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন। ফিটনেসের মেয়াদ থাকবে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। ট্যাক্স টোকেনের মেয়াদ রাখা হয়েছে এক বছরের, যা শেষ হবে আগামী বছরের ১ ডিসেম্বর।
গাড়িটির সাধারণ ওজন ২,৭৯০ কেজি, সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি। এটি তৈরি করেছে জাপানের টয়োটা মোটর করপোরেশন।