সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এ দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন।
দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ শীর্ষ নেতারা।
আজ সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন নেতারা। এছাড়া সারা দেশে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন থাকবে।
রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি হবে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা হবে। এ উপলক্ষে ক্রোড়পত্র, পোস্টার প্রকাশ এবং গোলটেবিল বৈঠক আয়োজনেরও উদ্যোগ নিয়েছে বিএনপি।
এছাড়া ঢাকাসহ সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতার মতো কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD