সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না, তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ তাদের দুরভিসন্ধি সমর্থন করবে না এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার রাতে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল জানান, আওয়ামী লীগের আমলে ঠাকুরগাঁওয়ে ৭৫টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে ৭ হাজার নেতা-কর্মী আসামি হয়েছেন। নেতা-কর্মীদের দীর্ঘদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে, শীতের দিনে ধানখেতে আশ্রয় নিতে হয়েছে। এ পরিস্থিতিতেও ঠাকুরগাঁও বিএনপি কাজ চালিয়ে এসেছে।
দ্বিবার্ষিক সম্মেলন সফল হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের দলের প্রাণকেন্দ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এটি জেলা নেতা-কর্মীদের জন্য আনন্দ, উদ্দীপনা ও সম্ভাবনার বিষয়।”
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শহরের জিলা স্কুল বড় মাঠে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঠে ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে রঙিন সাজসজ্জা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD