সিলেট ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫
ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। তাঁর মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হারুনুর রশিদ নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বাহ্রা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হারুনুর রশিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন জানান, তাঁর চাচা প্রতিদিনের মতো ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছিলেন। এ সময় তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন না বলে জানান।
ঘটনার পরপরই দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘এটি পূর্বশত্রুতার জেরে হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD