১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বিচারকের কামরায় ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই আটক, মুচলেকায় মুক্ত

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, সোমবার, ২০২৬ ২১:৫৭:১৪
বিচারকের কামরায় ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এসআই আটক, মুচলেকায় মুক্ত

Manual5 Ad Code

বরগুনা, সোমবার:
বরগুনার পাথরঘাটায় বিচারকের খাসকামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। বিভাগীয় মামলার শর্তে মুচলেকা নেওয়ার পর তাঁকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এসআইয়ের নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত রয়েছেন।

Manual5 Ad Code

আদালতের প্রতিবেদন অনুযায়ী, আজ দুপুরে পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। এ সময় এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি আদালতের সিআর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের সুপারিশ করেন এবং ঘুষ দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি জানান, ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। একপর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে এসআই শাহরিয়ার জালালকে আটক করা হয়।

Manual5 Ad Code

পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়। বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা নিয়ে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

Manual4 Ad Code

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচিনলা আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারক অর্ডার শিটে যেটা সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের। এর বেশি কিছু বলার নেই।’

Manual4 Ad Code