১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিজয় দিবসে কোয়াবের ‘বাংলাদেশ অল স্টার্স’ প্রীতি ম্যাচ, রসিকতায় মাতালেন শান্ত–মিরাজ

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১১:৫৯:১৬
বিজয় দিবসে কোয়াবের ‘বাংলাদেশ অল স্টার্স’ প্রীতি ম্যাচ, রসিকতায় মাতালেন শান্ত–মিরাজ

Manual8 Ad Code

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’ নামের এই প্রীতি লড়াইয়ে মুখোমুখি হবে দুটি দল—‘অদম্য’ ও ‘অপরাজেয়’। দুই দলের অধিনায়কত্বে থাকছেন যথাক্রমে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

Manual4 Ad Code

ম্যাচকে সামনে রেখে আজ সকালে মিরপুরে উপস্থিত হন দুই অধিনায়ক। সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতার বদলে সেখানে ছিল হাসি-ঠাট্টা ও রসিকতার আবহ। প্রীতি ম্যাচের আমেজে পুরো সময়টাই হালকা মেজাজে কাটান শান্ত ও মিরাজ।

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন,
“আমরা খুবই উত্তেজিত। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না, সব প্রস্তুতি মুখে মুখেই হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যেতে পারি—যেকোনো কিছুই হতে পারে।”

Manual8 Ad Code

আম্পায়ারিং নিয়েও রসিকতা করেন শান্ত। তিনি বলেন,
“উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব—এই ভয় আছে। শুনলাম আমাদের দলের পাঁচজন খেলতে পারবে না। এখন সন্দেহ হচ্ছে, ফোন-টোন করে হুমকি খেয়েছে নাকি!”

শান্তর বক্তব্যের জবাবে মিরাজও রসিকতার ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি বলেন,
“ওদের কয়েকজন খেলতে না পারা তো ওদের ব্যর্থতা। হয়তো খেলোয়াড়দের ঠিকমতো গাইড করতে পারেনি (হাসি)। প্রতিপক্ষ দল হুমকি দেয়, এরপর আমরাও যদি দেই—তাহলে তো একটা পক্ষকে সেভ করতে হবে। তাই আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে ওদের কথার জবাব দিতে।”

Manual1 Ad Code

বিজয় দিবসের এই প্রীতি ম্যাচে প্রতিযোগিতার পাশাপাশি বিনোদন ও উৎসবের আমেজই যে প্রাধান্য পাবে, অধিনায়কদের কথাতেই তা স্পষ্ট।

Manual2 Ad Code