১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

‘বিড়ি টেনে দাঁঁড়িপাল্লার দাওয়াত দিলেও গুনাহ মাফ হতে পারে’: জামায়াত প্রার্থীর মন্তব্যে বিতর্ক

admin
প্রকাশিত ০৯ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ২১:১৫:৫১
‘বিড়ি টেনে দাঁঁড়িপাল্লার দাওয়াত দিলেও গুনাহ মাফ হতে পারে’: জামায়াত প্রার্থীর মন্তব্যে বিতর্ক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঝালকাঠি তারিখ: ৯ জানুয়ারি, ২০২৬

Manual1 Ad Code

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের একটি নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বুধবার রাতে রাজাপুরে এক উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন, কেউ যদি বিড়ি (সিগারেট) টেনেও ‘দাঁড়িপাল্লা’র দাওয়াত দেয় এবং আল্লাহ তা কবুল করেন, তবে তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে।

Manual6 Ad Code

ভাইরাল ভিডিওতে যা বলেছেন ফয়জুল হক তার ফেসবুক পেজে লাইভ করা ৪ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়:

“আপনারা দৈনিক বিড়ি খান না? ১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন, ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন আর লগলগে বিড়ি ধরিয়ে একটা সুখটান মাইরা বলবেন—কী, খবরডা কী, ক দেহি। কারবারডা কি দেশের অবস্থা দেখছ, দাঁড়িপাল্লা ছাড়া এ দেশে তো আর কোনো মানুই দেহি না।”

Manual5 Ad Code

তিনি আরও যোগ করেন:

“এমনও হইতে পারে, আমার ভাই হয়তো কখনো ইবাদত করার সুযোগ পায় নাই; ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হইয়া যায়, এমনও হইতে পারে, পেছনের সব মাফ কইরা দিয়া আল্লাহ তারে তো ভালোও কইরা দিতে পারে।”

নারীদের প্রতি নির্দেশনা ও ভোট পরিকল্পনা নারীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে চুলের বেণি করা বা উকুন মারার সময়ও যেন ‘দাঁড়িপাল্লা’র প্রচার চালানো হয়। এছাড়া নির্বাচনের রাতে না ঘুমিয়ে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেগে থেকে, স্বামীকে আদর-যত্ন করে খাওয়াইয়ে ভোরে দলবলসহ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রার্থীর ব্যাখ্যা এ বিষয়ে জানতে চাইলে ড. ফয়জুল হক গণমাধ্যমকে বলেন, তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে কোনো অবস্থায় থেকেও যেন মানুষ দলের দাওয়াত দেয়। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে এবং পুরো ভিডিও দেখলে বিষয়টি পরিষ্কার হবে।


আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সংক্ষেপ: আজ আপনি আমাদের কাছে কয়েকটি বড় খবরের তথ্য দিয়েছেন। এক নজরে আজকের প্রধান খবরগুলো হলো:

১. রাজনীতি: আজ রাতে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। এর আগে তিনি হেঁটে গুলশান কার্যালয়ে যান।

২. আন্তর্জাতিক: ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও খামেনির টুইট এবং ১৬টি নতুন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়া।

৩. দুর্ঘটনা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় একজন নিহত।

৪. সংঘর্ষ: হবিগঞ্জের লাখাইয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত।

৫. পরিবেশ: রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগে নৌ-সচিবের সরেজমিন তদন্ত।

৬. বিতর্ক: জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের ‘বিড়ি ও গুনাহ মাফ’ সংক্রান্ত মন্তব্য।

Manual8 Ad Code