১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিদেশি নম্বর থেকে ওসিকে হত্যার হুমকি, যুবলীগ নেতা মিঠুন ঢালি অভিযুক্ত

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২২:১৩:০১
বিদেশি নম্বর থেকে ওসিকে হত্যার হুমকি, যুবলীগ নেতা মিঠুন ঢালি অভিযুক্ত

Manual1 Ad Code

শরীয়তপুর, ৩ অক্টোবর — বিদেশি নম্বর থেকে ফোন করে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মিঠুন ঢালির বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।

Manual7 Ad Code

থানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মিঠুন ঢালি জাজিরা থানার নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। পরদিন তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিলের নামে থানার এলাকায় গোপন মহড়া চালান।

Manual8 Ad Code

এ সময় পুলিশের অভিযানের মুখে মিঠুন ঢালি ও তাঁর অনুসারীরা কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। পরে সার্কেল এএসপি নড়িয়ার নেতৃত্বে পুলিশ অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা হয়। তবে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তাঁরা।

Manual2 Ad Code

পরবর্তীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় মিঠুন ঢালি এজাহারভুক্ত ২ নম্বর আসামি হন। এর জের ধরে আজ দুপুরে একটি বিদেশি নম্বর থেকে তিনি জাজিরা থানার ওসি ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Manual5 Ad Code

এ ছাড়া মিঠুন ঢালি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।”