
ওমান সরকার নতুন কালচারাল ভিসা চালু করেছে, যার মাধ্যমে বিদেশি শিল্পী, গবেষক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক পেশাজীবীরা স্বল্পকালীন সময়ের জন্য দেশটিতে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন। প্রশাসনিক জটিলতা কমানো, আন্তর্জাতিক প্রতিভাদের আকৃষ্ট করা এবং ওমানকে একটি সাংস্কৃতিক সহযোগিতা–কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
ভিসা বা রেসিডেন্সি পাওয়া যাবে ১, ৫ অথবা ১০ বছর মেয়াদে।
মূল আবেদনকারীর বার্ষিক ফি ৫০ ওমানি রিয়াল।
ভিসা ইস্যুর পর ৩ মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।
সময়সীমা অতিক্রম করলে ভিসা বাতিল বলে গণ্য হতে পারে।
মূল আবেদনকারীর জীবনসঙ্গী ও নিকটাত্মীয়রা একই ভিসার আওতায় দেশে আসতে পারবেন।
ওমান রয়্যাল পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্দেশনায়—
ভিসাধারীদের আইন মেনে দেশে প্রবেশ করতে হবে।
শিল্প, সাংস্কৃতিক কার্যক্রম বা গবেষণা–সংক্রান্ত কাজ কর্তৃপক্ষের নজরদারির মধ্যে থাকবে।
এই ভিসা সাধারণ কর্ম ভিসা নয়; শুধুমাত্র সাংস্কৃতিক, শিল্প ও গবেষণা প্রকল্পের জন্য প্রযোজ্য।
ওমান ভিশন–২০৪০ পরিকল্পনার অংশ হিসেবে সংস্কৃতি, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সৃষ্টিশীল শিল্পের বিকাশে জোর দিচ্ছে।
নতুন কালচারাল ভিসার লক্ষ্য—
আন্তর্জাতিক শিল্পী ও গবেষকদের দেশটিতে কাজ করার পথ সহজ করা
সাংস্কৃতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় বাড়ানো
ওমানকে সংস্কৃতি–কেন্দ্রিক প্রবৃদ্ধিতে এগিয়ে নেওয়া
বিদেশি শিল্পী, গবেষক ও বিশেষজ্ঞরা স্থানীয় উৎসব, প্রদর্শনী, প্রশিক্ষণ ও গবেষণায় অংশ নেবেন
সাংস্কৃতিক পর্যটন বাড়বে
স্থানীয় শিল্পকলা, সৃজনশীল উদ্যোগ ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী হবে
দেশের অর্থনীতি বৈচিত্র্যময় হবে
৫ বা ১০ বছরের ভিসাধারীরা দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক প্রকল্প, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ চালাতে পারবেন
ওমানের সৃজনশীল ও একাডেমিক পরিসরে স্থায়ী অবদান রাখতে পারবেন
আবেদনকারীকে ওমানের কোনো প্রতিষ্ঠান বা সংস্থার স্পনসরশিপ নিতে হবে
স্পনসর প্রতিষ্ঠান নিশ্চিত করবে—
আবেদনকারী বৈধভাবে দেশে আসছেন
প্রজেক্ট বা কাজ ঠিকভাবে চলছে
আইন ও চুক্তির সব বিধি মানা হচ্ছে
ভিসা ইস্যুর পর মাত্র ৩ মাসের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা কিছু শিল্পী–গবেষকের জন্য চাপ তৈরি করতে পারে
বড় সাংস্কৃতিক বা গবেষণা প্রকল্পের প্রস্তুতি নিতে সময় বেশি লাগে
প্রতিষ্ঠান–স্পনসরের ওপর বাড়তি দায়িত্ব ও তদারকির চাপ বাড়বে
ওমান এখন আর শুধু তেলনির্ভর অর্থনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না। নতুন কালচারাল ভিসা দেশটির সৃজনশীল খাতকে বিস্তৃত করার একটি কৌশলগত পদক্ষেপ। আন্তর্জাতিক প্রতিভাদের অংশগ্রহণের মাধ্যমে ওমান সাংস্কৃতিকভাবে আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বৈশ্বিক পরিসরে সাংস্কৃতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।