সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেটের দক্ষিন সুরমা উপজেলার পাশে মোগলা বাজার -সিলেটের মাঝামাঝি স্থানে মালবাহী একটি ট্রেনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়ে গেছে।
এ কারণে সিলেটে আটকা পড়েছে ঢাকা গামী উপবন এক্সপ্রেস ও সিলেট গামী কালনী এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও রেলওয়ে স্টেশন আটকা পড়ে আছে।
এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রেল কর্তৃপক্ষ কখন ট্রেন ছেড়ে যাবে সে নিশ্চয়তা দিতে না পারায় টিকেট রিফান্ড করে অন্যত্র চলে গেছে যাত্রীরা। কেউ কেউ বসে আছে অপেক্ষায় ।
এমন চিত্র দেখা যায় গভীর রাত পর্যন্ত সিলেট রেলওয়ে প্লাটফর্ম এলাকায়।
এদিকে সড়কপথে উপচে পড়া ভীড় যাত্রীবাহী বাসগুলোতে । আশপাশের এলাকাগুলোতে যেতেও সিএনজি অটো রিক্সা, লাইটেস, কার,হাইয়েস চালকরা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা যায়।
তবে সিলেট রেলওয়ের স্টেশনের কর্তব্যরত মাস্টার রাসেল জানিয়েছেন আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলেই সচল হবে সিলেট -ঢাকা পথে রেল চলাচল. ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD