বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকেরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে। তখনও আখতার হোসেন ও তাসনিম জারা সেখানে উপস্থিত ছিলেন না।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ