সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
সিলেট মহানগরের বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টাকে বরণ করতে থানা এলাকায় বিছানো হয় লাল গালিচা। সেটি দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বৃহস্পতিবার দুপুরে বিমানে সিলেটে এসে পৌছান তিনি। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যান বিমানবন্দর থানা পরিদর্শনে। থানা পরিদর্শন শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লাল কার্পেট রাখতে না করেছি আমি। না করার পরেও কেন রাখো এগুলা, পুলিশ কমিশনার কোথায়, থানা ভিজিটে এসব দরকার আছে নি? এখনই উঠাও। কামডা না করে আকামডা করো।
এ কথার পর দ্রুতই থানা এলাকায় বিছানো লাল গালিচা তুলে ফেলেন পুলিশ সদস্যরা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD