সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৫
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার নারীসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জয় (২০), খাদিজা (২১), আম্বিয়া (৪০), ফাতেমা (২১), পরিমনি (১৯), নাছরিন (২১) এবং সুমাইয়া (১৯)।
বিমানবন্দর রেলস্টেশন থেকে বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৫৭২ গ্রাম ওজনের ১০৪ পুঁড়িয়া গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫২২ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দর রেলস্টেশন থেকে নারীসহ সাত জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারের পর মাদক কারবারিদেককে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD