১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ে করলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ

admin
প্রকাশিত ১৩ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ২০:২৭:৫৫
বিয়ে করলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ

Manual7 Ad Code

বিয়ে করে নতুন জীবনের ইনিংস শুরু করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। খুলনায় আনুষ্ঠানিকভাবে তাঁর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রুমানার স্বামীর নাম আল মামুন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মহাপরিচালক (এমডি) হিসেবে কর্মরত।

রুমানা আহমেদ জানান, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়। গতকাল খুলনার টাইগার গার্ডেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

খুলনা থেকে ফোনে আজকের পত্রিকাকে রুমানা বলেন,
“নতুন জীবন—একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

Manual5 Ad Code

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে রুমানা আহমেদ খেলেছেন ৫০টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ নারী দল ২০১৮ সালে এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৪ সালের জুলাই মাসে।

Manual4 Ad Code