১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ট্রাকচাপায় ইজিবাইকচালকের মৃত্যু

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:২১:১৪
বিরামপুরে ট্রাকচাপায় ইজিবাইকচালকের মৃত্যু

Manual8 Ad Code

দিনাজপুরের বিরামপুরে সড়কে যাত্রীর জন্য অপেক্ষা করার সময় পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান (৫০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

Manual7 Ad Code


বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের চক শাহাবাজপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আতিয়ার রহমান তাঁর ইজিবাইক দাঁড় করিয়ে ফুলবাড়ীর দিকে যাত্রী অপেক্ষায় ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি পণ্যবাহী ট্রাক পেছন দিক থেকে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আতিয়ার রহমান ছিটকে সড়কের ওপর পড়ে যান।

পরক্ষণেই ট্রাকটি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Manual5 Ad Code

খবর পেয়ে বিরামপুর থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

Manual2 Ad Code