১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী আর নেই

admin
প্রকাশিত ০৩ আগস্ট, রবিবার, ২০২৫ ১২:৫৩:১৮
বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী আর নেই

Manual7 Ad Code

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এম শমশের আলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

Manual6 Ad Code

আজ রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবরটি জানায়।

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী স্যার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।’

Manual3 Ad Code