
স্পোর্টস ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২৬
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান। চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার নাভিন উল হক। শুধু বিশ্বকাপই নয়, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাচ্ছে না দল।
নাভিনের চোট ও অস্ত্রোপচার: দীর্ঘ ১৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল নাভিনের। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে নাভিনের চোটাক্রান্ত স্থানে অস্ত্রোপচার করা হবে। ফলে বিশ্বকাপের আসরে মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই ডানহাতি পেসারকে। টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচে ৬৭ উইকেট নেওয়া নাভিনের অনুপস্থিতি আফগান বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে।
ফিরছেন রশিদ খান, এমআই কেপটাউন ছাড়লেন পোলার্ড: বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। জাতীয় দলের স্বার্থে তিনি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ (SA20) ছেড়ে এসেছেন। রশিদ খান এসএ টোয়েন্টি ছাড়ায় তার পরিবর্তে এমআই কেপটাউনের হয়ে খেলবেন কাইরন পোলার্ড।
বদলির দৌড়ে যারা: এসিবি এখনো নাভিনের আনুষ্ঠানিক বদলি ঘোষণা করেনি। তবে রিজার্ভ তালিকায় থাকা মোহাম্মদ গজনফার, ইজাজ আহমাদজাই অথবা জিয়া উর রহমান শারীফির মধ্য থেকে যেকোনো একজনকে মূল দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি।
আফগানিস্তানের সূচি: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৯ জানুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জানুয়ারি। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।
বিশ্বকাপ মিশন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের বিশ্বকাপ অভিযান।
ম্যাচ: ৪৮
উইকেট: ৬৭
ইকোনমি: ৭.৭৮