সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের ১ নং লামাকাজী ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সৎপুর কামিল (এমএ) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে বাতিলের আবেদন করা হয়েছে সিলেট জেলা প্রশাসক বরাবরে। সোমবার (২১ এপ্রিল) মাদ্রাসার গভর্নিং বডির প্রস্তাবিত সদস্য দাবী করে ২ অভিভাবক সদস্য ও এক প্রস্তাবিত বিদ্যোৎসাহী সদস্যের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জেলা প্রশাসক অফিসে গৃহীত হয়েছে।
আবেদন পত্রে স্বাক্ষর করেছেন শহীদ আহমদ (সাবেক মেম্বার) মোঃ বাবুল মিয়া ও আবুল ফয়েজ মোঃ আব্দুল্লাহ নামের তিন ব্যক্তি। আবেদন পত্রে স্বাক্ষরকারীগণ মাদ্রাসার গভর্নিং বডির বর্তমান সদস্য দাবী করেছেন। আবেদন পত্রে বর্তমান কমিটিকে গোপনীয় ভাবে অনুমোদন ও কমিটির দায়িত্ব প্রাপ্তদের ফ্যাসীবাদ আওয়ামী লীগ সরকারের দোসর বলেল উল্লেখ করেন তারা। আবেদনে তারা উল্লেখ করেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন ১নং লামাকাজী ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৎপুর কামিল মাদ্রাসায় এলাকাবাসীর সিদ্ধান্ত মোতাবেক অত্র মাদ্রাসার গভনিং বডির নতুন সভাপতি হিসাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয়কে পুনরায় সভাপতি করার সর্ব সম্মতিতে সিদ্ধান্ত হয় এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অত্র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমানকে মানানীত করা হয়।
কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ এলাকাবাসীর সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে অতি গোপনে ফ্যাসিবাদের দোসর সিলেট জেলা আল-ইসলাহ সভাপতি আবু জাফর মোঃ নোমানকে সভাপতি ও ছাতক উপজেলাধীন কালারুকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আফিজুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে মনোয়ন করিয়ে নিয়ে আসায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। গভনিং বডি ও এলাকাবাসীকে পাশ কাটিয়ে বিগত ফ্যাসিবাদের দোসর জেলা আল-ইসলাহ সভাপতি ও সদস্যকে যথাক্রমে গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী পদের মনোয়ন অবিলম্বে বাতিল করার মাধ্যমে গভর্নিং বডি ও এলাকাবাসীর মনোনীত ব্যক্তিগনকে স্বীয় পদ সমূহে মনোয়ন দিতে আইনগত পদক্ষেপ যেন নেওয়া হয়। নতুন সভাপতির সাথে মাদ্রাসা সংশ্লিষ্ট কোন বিষয়, কোন কার্যক্রম না করার জন্য অনুরোধ জানান তাঁরা ।
আবেদনে তারা আরো উল্লেখ করেন উক্ত বিষয়টি এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তাই অবিলম্বে মাওলানা আবু জাফর মোঃ নোমান সম্পৃক্ত ও বিদ্যোৎসাহী সদস্যদের বাতিল করে এলাকাবাসী মনোনীত ব্যক্তিগণকে স্বীয় পদে মানয়ন দেওয়ার পক্ষে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তাঁরা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD