সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব অফিসে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আল্টিমেটামের শিকার ৪ সাংবাদিক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া লিখিত বক্তব্যে প্রতিবাদ পত্র পাঠ করেন।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমরা লক্ষ করেছি গত কাল ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলার তিনটি সাংবাদি সংগঠনের সদস্যবৃন্দ একত্রিত হয়ে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সংগঠনের চারজন দায়িত্বশীল সংগঠক ও বিশ্বনাথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিযুক্ত থাকা সাংবাদিকদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া এবং ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা গ্রহনের হুমকি দিয়ে অপপ্রচারকারী হিসেবে উল্লেখ করে জনসম্মুখে চার সাংবাদিককে অপমানিত করা চেষ্টা করা হয়েছে। এবং আমাদের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে যা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ সহ বেআইনি বলে আমরা মনে করছি। আমরা দীর্ঘদিন যাবত অত্যান্ত সুনামের সাথে বিশ্বনাথে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত যা বিশ্বনাথবাসী অবগত আছেন।
বিশ্বনাথে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন অনিয়ম এবং আমাদের ব্যাক্তিস্বাধীনতায় অন্যান্য সাংবাদিকদের হস্তক্ষেপ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বেচ্চাচারিতার নিউজ আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন করি যা ইতিমধ্যে বিশ্বনাথের সচেতন নাগরিকবৃন্দ অবগত আছেন। আমাদের ব্যক্তিস্বাধীনতার উপর তাদের আক্রমন আমাদের সত্যি ব্যতিত ও মর্মাহত করেছে।
তাদের অযাচিত আগ্রাসী নীতির নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। অবিলম্বে তাদের এমন কার্যক্রম বন্ধ করার দাবী জানাচ্ছি এবং এমন হুমকি ধামকি না দেওয়ার আহবান জানাচ্ছি। মিলিত তিন সংগঠনের সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আমাদের নাম জনসম্মুখে আসল ঘটনা চাপা দিয়ে উপস্থাপন করে সামাজিক ভাবে হেয় করার নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত চার সাংবাদিক সহ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় বিশ্বনাথ বাসী আপনাদের এবং অপর তিন সংগটনের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের অবগতির জন্য আমরা জানাতে চাই, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নামে ২০২৩ সালে বিশ্বনাথে আমরা একটি সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করি যা এ যাবত এই সংগঠনের সকল সাংবাদিকবৃন্দ উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সংগঠনের সাংবাদিকদের সাথে তাহারা অযাচিত দেনদরবার, দায়িত্ব পালনে বাঁধা প্রদান, বিভিন্ন মহলে আমাদের দায়িত্ব পালনে নিষেধ করে রাখা , প্রশাসনিক ভয়ভীতি প্রদর্শনের হুমকি দেওয়া, এমন কাজ চালিয়ে যাচ্ছেন যা নাগরিক হিসেবে আমাদের সাথে চরম অন্যায় বলে মনে করি। আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর আমাদের সংগঠনের সকল সাংবাদিকদের কর্ম প্রতিষ্ঠানের নাম সহ সকল দপ্তরে পরিচয় প্রদান করেছি এবং ভিন্ন ভিন্ন সময়ে প্রশাসন আমাদের সাংবাদিক হিসেবে সভা সেমিনারে দাওয়াত দিতেন কিন্তু তাদের বাঁধার কারণে প্রশাসন এখন সভা সমাবেশে অংশগ্রহন থেকে দুরে রেখেছে যা তথ্য পাওয়া থেকে আমাদের বঞ্চিত করার কারণে আমাদের দায়িত্ব পালন সম্ভব হচ্ছেনা।
এমন আচরণ একটি অপরাধ বলে মনে করি। বিশ্বনাথ উপজেলায় আমাদের নিজনিজ কর্মক্ষেত্রে বৈধতা থাকার পরও এমন আচরণ করা তাদের অপরাধ হিসেবে গণ্য কেন হবে না আশা করি তারা উপযুক্ত জবাব দেবেন। গতকাল বিশ্বনাথে কর্মরত সাংবাদিক কবি এসপি সেবু, শ্রী অজিত চন্দ্র দেব, মোঃ শাহিন উদ্দিন ও মো. সায়েস্তা মিয়াকে অপপ্রচারকারী বলে হুমকি দিয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা তারা বর্জন করতে বাধ্য হবেন বলে আমরা বিশ্বাস করি। বিশ্বনাথে সাংবাদিকতার জগতে চলমান সমস্যা এবং আমাদের ন্যায় সংগত অধিকার আদায় করতে গিয়ে আমরা উপযুক্ত প্রমান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তাঁহার স্বেচ্ছাচারিতার বিষয় গণমাধ্যমে তুলে ধরেছি। এছাড়া সাংবাদিকদের জড়িয়ে যে বিষয়ে আমরা বক্তব্য উপস্থাপন করেছি তার প্রমানাধি আমাদের হাতে রয়েছে। উপযুক্ত পরিবেশে আমরা তা আদালত কিংবা জনসম্মুখে প্রমাণ দিতে প্রস্তুত আছি। একটি বিষয়ে বলতে চাই, ইউএনও ও প্রশাসনের নামে তাদের দুর্ণীতির বিরুদ্ধে ইতিমধ্যে আর কোন নিউজ প্রতিবেদন প্রকাশ না করতে বিশ্বনাথের সর্বোচ্ছ মহলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি আমাদের অনুরোধ জানান। তারা এক সপ্তাহ সময় নেন আমাদের কাছ থেকে এবং তাদের সম্মানে আমরা বিশ্বনাথের সুনামের কথা বিবেচনা করে আমরা তাদের সময় দিয়ে আপাতত দুর্ণীতির নিউজগুলো প্রকাশ না করার সিদ্ধান্ত নেই।
কিন্তু এটিকে কেউ দুর্ভলতা মনে করে তাদের প্রভাব বিস্তার করছেন। অচিরেই এর সমাধান না হলে কে কি করেন তা বিশ্বনাথ বাসী আমাদের কলমের লেখনির মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ। বিগত ২৮ মার্চে বিভিন্ন পত্রিকায় ইউএনও,র স্বেচ্ছাচারিতার সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করে আমরা চার সাংবাদিকের বিরুদ্ধে আল্টিমেটাম এবং আমাদের বিরুদ্ধে প্রশাসনকে লেলিয়ে দেওয়ার যে বক্তব্য রেখেছেন তার জবাবে আমরা বলতে চাই ইউএনও কেন স্বেচ্ছাচারিতা করছেন তার জবাব অবশ্যই দিবেন, পাশাপাশি আমাদের তথ্য সংগ্রহে কাদের ইন্দনে এবং কারা বিভিন্ন মহলে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত তা জাতী এবং প্রশাসনের কাছে পরিস্কার করবেন। আমরা যে সকল সাংবাদিকদের সিন্ডিকেটকারী বলেছি তাদের সিন্টিকেটের নমুনা ইতিমধ্যে বিশ্বনাথের সকল মহল অবগত। প্রশাসনের সাথে সখ্যতার প্রমাণ আমাদের হাতে রয়েছে, টিউবওয়েল বাণিজ্য , দলীয় এজেন্ডা বাস্তবায়ন আমাদের কাজে বাঁধা প্রদানের সকল প্রমাণ প্রয়োজনীয় সময়ে উপস্থাপন করব ইনশাআল্লাহ।
গতকাল আমাদের আল্টিমেটাম দাতা সাংবাদিকগণ তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত সহ আমাদের পরিস্কার বক্তব্য চেয়েছেন এবং না দিলে আইনগত ব্যবস্থা গ্রহনের হুমকি প্রদান করেছেন। আমরাও চাই তাঁহারা আইনগত ব্যবস্থা নিলে আমরা তাদের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করব। আমাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা উল্লেখ করেছেন অনিবন্ধিত পোর্টাল ও স্যোসাল মিডিয়ায় আমরা তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছি। আমরা, কবি এসপি সেবু দৈনিক স্বাধীন বাংলা, পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি, শ্রী অজিত চন্দ্র দে দৈনিক আলোর দিগন্ত, পাক্ষিক বিশ্বনাথ বার্তা, মো: শাহিন উদ্দিন দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক আমাদের সিলেট ও পাক্ষিক বিশ্বনাথ বার্তা, মোঃ সায়েস্তা মিয়া দৈনিক জৈন্তাবার্তা, পাক্ষিক বিশ্বনাথ বার্তা, দৈনিক ডে-নাইট নিউজ পত্রিকায় বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এটি যদি অপরাধ হয় তাহলে আমাদের বিরুদ্ধে বিশ্বনাথের সাংবাদিক মো: তজম্মুল আলী রাজু, রফিকুল ইসলাম জুবায়ের, মোহাম্মদ আলী শিপন, আব্দুস সালাম, সমুজ আহমদ সায়মন, নুর উদ্দিন, আব্দুস সালাম মুন্না, মশিউর রহমান, আহমদ আলী হিরণ, মাজহারুল ইসলাম সাব্বির, তৌফিকুর রহমান হাবিব গং সাংবাদিকগন অপপ্রচার চালিয়ে গুরুতর অপরাধ করেছেন বলে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই ৪৮ ঘন্টার ভিতরে ক্ষমা না চাইলে আমরাও আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্তাপন সহকারে তাদের কৃতকর্মের তথ্য উপস্থাপন করেত আল্টিমেটাম দিয়েছেন। আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিক শ্রী অসিত রঞ্জণ দে সাবেক এমপি মোকাব্বির খানের আমলে কিকি করেছেন, এহিয়া চৌধুর আমলে এমদাদুর রহমান মিলাদের প্রেসক্লাবের অনুদান আত্মসাৎ ( প্রেসক্লাবে জনপ্রতিনিধিদের অনুদান প্রেসক্লাবে দেওয়ার মানে কি) সহ চলমান কয়েকজনের তথ্য হয়তো বিশ্বনাথের মানুষ জানেন না কিন্তু আমরা জানি। বিশ্বনাথ পৌরশহরে বাসিয়া নদীর বর্জ্য পরিস্কার নামে অনিয়ম উল্লেখ করে যে নিউজ আমরা পরিবেশন করেছি তার আরেকটি তথ্য আপনাদের উদ্দেশ্যে দিতে চাই যেটির কাজ শুরুর পর পৌর সচিব , পৌর প্রশাসক এর একটি বক্তব্যের গড়মিল আমাদের কাছে রের্কড আছে। যা ৬ এপ্রিল পৌরসভার প্রেস রিলিজের সাথে কোন মিল নেই।
৬ এপ্রিল পৌর প্রশাসনের প্রেস রিলিজের তারতম্যের বিবরণ জাতীর কাছে নিরপেক্ষ ভাবে উপস্থাপন করবেন। আমরাও নিয়ম অনিয়ম কোথায় হয়েছে তার জবাব দিতে প্রস্তত আছি। পরিশেষে তিন সংগঠনের আল্টিমেটাম দাতা সাংবাদিকদের উদ্দেশ্যে জানাতে চাই বিশ্বনাথ উপেজলায় বৈধভাবে কর্মরত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের নিয়ে হুমকি, কর্মে বাধা প্রদান ও আল্টিমেটামের জন্য ৪৮ ঘন্টার মধ্যে জনসম্মুখে ক্ষমা না চাইলে আমাদের হেয় প্রতিপন্নকারীদের বিরুদ্ধে আইনগন প্রদক্ষেপ নিতে বাধ্য হব।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক, শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক, কবি এসপি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইযুম, সদস্য মোঃ আনোয়ার হোসেন, ছালেক উদ্দিন প্রমুখ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD