১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিসিবির নতুন কমিটি ঘোষণা, কোনো কমিটিতেই নেই ফারুক আহমেদ

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২১:৩৩:৪৯
বিসিবির নতুন কমিটি ঘোষণা, কোনো কমিটিতেই নেই ফারুক আহমেদ

Manual7 Ad Code

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ। নির্বাচনের পর সবচেয়ে বেশি কৌতূহলের বিষয় ছিল কে কোন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পাবেন—সেই তালিকায় বড় চমক, কোনো কমিটিতেই জায়গা হয়নি বিসিবির সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদের।

Manual6 Ad Code

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই প্রতিটি কমিটির দায়িত্ব বণ্টন করেন। তিনি নিজে ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে আছেন। গতকাল বিকেলে নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে ২৩টি স্ট্যান্ডিং কমিটির প্রধানদের নাম ঘোষণা করেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নতুন পরিচালক আব্দুর রাজ্জাক, শাহনিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।

মূল আগ্রহের কেন্দ্র ছিল কার্যকরী কমিটির দায়িত্ব বণ্টন। কিন্তু কোনো কমিটিতে ফারুক আহমেদের নাম নেই। আজকের পত্রিকাকে ফারুক বলেন, “আমি নিজেই কমিটিতে থাকতে চাইনি।” তবে বোর্ডসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফারুককে দেওয়ার মতো উপযুক্ত কমিটি এখনো নির্ধারণ করা যায়নি।

Manual3 Ad Code

গুঞ্জন ছিল, ফারুক হতে পারেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তবে আগের মতোই সেই দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টানা চারটি টি–টোয়েন্টি সিরিজ জিতেছে এবং এশিয়া কাপে ফাইনালে ওঠার সুযোগ পেয়েছিল। এই ধারাবাহিক সাফল্যের কারণে ফাহিমকে সরানোর যৌক্তিকতা দেখেননি সভাপতি বুলবুল।

বোর্ডের এক পরিচালক বলেন, “তিনি (ফারুক) সাবেক সভাপতি ও অধিনায়ক। কিন্তু যেসব বিভাগে তাঁর নাম যায়, প্রতিটিতেই কোনো না কোনো বিতর্ক আছে। তাই তাঁকে কমিটিতে যুক্ত করা কঠিন।”

Manual4 Ad Code

তবে পরিচালকদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে কমিটিগুলোর পুনর্গঠন হলে ফারুক আহমেদকে কোনো না কোনো দায়িত্বে দেখা যেতে পারে। আপাতত নতুন পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো আজ থেকেই।

Manual6 Ad Code