স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেন তিনি।
মনোনয়ন প্রত্যাহারের পর বিস্ফোরক মন্তব্য করেন তামিম। তাঁর অভিযোগ, নির্বাচনে ‘ফিক্সিং’ চলছে।
তামিম বলেন,
“আপনারা ক্রিকেট থেকে ফিক্সিং বন্ধের কথা বলেন। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো নির্বাচন ছিল না। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তা-ই করা হচ্ছে। এটা কোনো সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যাঁরা বোর্ডে আছেন, তাঁরা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। তবে ক্রিকেট আজ শতভাগ হেরে গেল।”
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। তামিম ছাড়াও আরও ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
যাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন
সম্প্রতি বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে সরকারি গোষ্ঠীর হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন তামিম। যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ হলেও শেষ পর্যন্ত স্বেচ্ছায় নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন তিনি।