
ক্রীড়া প্রতিবেদক | ঢাকা ১৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে উত্তাল মিরপুর। তাঁর পদত্যাগের দাবিতে একাট্টা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ রাখবেন খেলোয়াড়রা।
আজ বুধবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এম নাজমুল ইসলাম। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ক্রিকেটারদের পারিশ্রমিক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন:
"২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না। ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি?"
একজন নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে মুহূর্তেই ক্রিকেট পাড়ায় ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে।
নাজমুলের বক্তব্যের খবর ছড়িয়ে পড়ার পরপরই সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা একযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ও সরাসরি প্রতিবাদ জানাতে শুরু করেন। ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ক্রিকেটের মর্যাদা ও খেলোয়াড়দের সম্মান নিয়ে যারা তামাশা করেন, তাদের বোর্ডে থাকার কোনো অধিকার নেই। যদি অবিলম্বে নাজমুল ইসলাম পদত্যাগ না করেন বা বোর্ড তাকে সরিয়ে না দেয়, তবে তারা মাঠে নামবেন না।
যদিও এর আগে বিসিবি এক বিবৃতিতে নাজমুলের এই মন্তব্যকে ‘ব্যক্তিগত’ ও ‘অনুপযুক্ত’ বলে দুঃখ প্রকাশ করেছে, তবে ক্রিকেটাররা কেবল দুঃখ প্রকাশে শান্ত হতে নারাজ। উল্লেখ্য, এর আগেও এই পরিচালক সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্তসহ একাধিক ক্রিকেটার সে সময়ও তাঁর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
পরিস্থিতি পর্যালোচনায় আজ রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (COAB) জরুরি সভা ডেকেছে। ধারণা করা হচ্ছে, সেই সভা শেষে ক্রিকেটাররা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।
বিশ্বকাপের ভেন্যু ও নিরাপত্তা নিয়ে যখন বিসিবি এমনিতেই চাপের মুখে, তখন খোদ পরিচালকের এমন ‘বেফাঁস’ মন্তব্য ও ক্রিকেটারদের ‘খেলা বন্ধ’র হুমকি দেশের ক্রিকেটকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।