১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিস্ফোরক আইনে মামলায় সাজাপ্রাপ্ত খুবি দুই শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন

admin
প্রকাশিত ০৭ জুলাই, সোমবার, ২০২৫ ২৩:১৪:৫৫
বিস্ফোরক আইনে মামলায় সাজাপ্রাপ্ত খুবি দুই শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন

Manual3 Ad Code

বিস্ফোরক আইনে মামলায় সাজাপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের খুলনা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

Manual3 Ad Code

এর আগে গত ২৪ জুন উচ্চ আদালতের আদেশে তাঁরা জামিন পান। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মুক্তির দাবিতে দুজন কারাগারে অনশন করেন।

শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেলার মনির হুসাইন জানান, ২৪ জুন হাইকোর্টের আদেশে তাঁরা জামিনপ্রাপ্ত হন। আজ আদেশের কাগজ খুলনা কারাগারে পৌঁছার পর সন্ধ্যায় তাঁদের মুক্তি দেওয়া হয়। এ সময় খুবির কয়েকজন ছাত্র তাঁদের নিয়ে যান।

জেলার আরও জানান, তাঁদের বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলায় দুজনকে ২০ বছরের সাজা দেন আদালত। পরে তাঁরা ওই মামলায় জামিন পান। পাঁচটির মধ্যে চারটিতে তাঁরা জামিনে ছিলেন। বাকি ছিল ময়মনসিংহ কোতোয়ালি থানায় হওয়া সন্ত্রাসবিরোধী মামলা। ওই মামলার কাগজ আজ হাতে পাওয়ামাত্র তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

Manual1 Ad Code