বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫

বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি

শুক্রবার সকাল থেকে দেখা গেছে প্রখর রোদ। এক সপ্তাহের টানা বৃষ্টির পর রোদের দেখা পেলেও শেষ হয়নি দুর্ভোগের শঙ্কা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বৃদ্ধি পেলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

কারণ, উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদনদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে।

 

 

 

 

 

সতর্কবার্তায় বলা হয়েছে, কুশিয়ারার পানি যদি আরও বাড়ে, তবে সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়বে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

ফেনী জেলার সেলোনিয়া নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুহুরী ও সেলোনিয়া নদীর পানি ধীরে ধীরে কমে যেতে পারে। এতে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ