১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে রেললাইনে পানি, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেরিতে ছাড়ল বনলতা এক্সপ্রেস

admin
প্রকাশিত ০১ নভেম্বর, শনিবার, ২০২৫ ১৫:৫১:০৮
বৃষ্টিতে রেললাইনে পানি, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেরিতে ছাড়ল বনলতা এক্সপ্রেস

Manual7 Ad Code

অতিরিক্ত বৃষ্টির কারণে রেললাইনে পানি জমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে ছেড়েছে বনলতা এক্সপ্রেস। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ৬টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও বৃষ্টিতে রেললাইনে হাঁটুসমান পানি জমে থাকায় সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।

Manual8 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার শহিদুল আলম জানান, “শুক্রবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে স্টেশন এলাকাসহ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বিভিন্ন স্থানে রেললাইনে পানি জমে যায়। পানি সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগে।”

তিনি আরও জানান, “পানি কমে যাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করে বনলতা এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়া হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

Manual7 Ad Code