বেক্সিমকো ফার্মার ৬৬ লাখ টাকা লুট

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বেক্সিমকো ফার্মার ৬৬ লাখ টাকা লুট

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মৌলভীবাজার ডিপোর ১৩ কর্মকর্তা-কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দলের তিন সদস্য। 

 

 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শহরের বনবিথি আবাসিক এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বেক্সিমকো ফার্মা) মৌলভীবাজার ডিপোতে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি এটি একটি রহস্যজনক ঘটনা।

 

 

 

ডিপের উপ-ব্যবস্থাপক রেজা মিয়া বলেন, ‘শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে আমাদের সাতজন কর্মচারী ডিপোর সেটে কাজ করছিলেন। রাত অনুমানিক ৩টার দিকে আকস্মিক তিন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ডিপোর বাইরে থাকা দারোয়ানসহ কর্মরত ঘুমন্ত ১৩ কর্মকর্তা-কর্মচারিকে জিম্মি করে।

 

 

 

 

পরে ডাকাতরা ডিপোর গেটের তালা ভেঙে তৃতীয় তলায় আমার কক্ষের দরজা ভেঙে জিম্মি সবাইকে আমার কক্ষে হাত-পা বেঁধে রাখে। পরে ভবনের দ্বিতীয় তলায় লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙে কোম্পানির ৬৬ লাখ টাকা এবং আমার কক্ষ থেকে দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকাসহ ডিপোর সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায়।

 

 

 

এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মৌলভীবাজারের পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মাত্র তিনজন লোক দেশীয় অস্ত্র নিয়ে ১৩ জন মানুষকে জিম্মি করে এতো বড় একটা ঘটনা ঘটিয়েছে এটি রহস্যজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পুলিশ ইতোমধ্যে ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে। এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ নিউজ