দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের জনগণ।
আজ বেলা ৩টায় উন্মুক্ত হওয়া শোক বইতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্রমাগত এসে সমবেদনা জানিয়েছেন।
রাতের দিকে শোক বইতে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক বইতে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও সন্ধ্যায় শোক বইতে স্বাক্ষর করেন এবং শোক জানান।
শোক বইটি খোলা রয়েছে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্রীয় ব্যক্তি ও সাধারণ মানুষ এতে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।