১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা তাঁতীদলের দোয়া মাহফিল

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২০:৫৫:৩২
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা তাঁতীদলের দোয়া মাহফিল

Manual8 Ad Code

৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা তাঁতী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে নগরীর রংমহল টাওয়ারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম ও খতিব ফয়সাল আহমদ। এর পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, জিয়াউর রহমান নেওয়ার, রফিক আহমদ, বেলাল আহমদ, জামাল উদ্দিন, মাহবুবুর রহমান লোকমান, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, যুগ্ম আহবায়ক খায়ের আহমদ, সদস্য মোহাম্মদ মোহন আহমদ, রাকিবুল ইসালাম খান, সুমন আহমদ, দুলাল আহমদ, এপল আহমদ, সাইফুল্লাহ আহমদ, আজাদ মিয়া, সালাউদ্দিন, শের ইসলাম, শামিম আহমদ, আব্দুর রহিম, ইজ্জাদ আহমদ, জসিম উদ্দিন, তাঁতীদল নেতা আব্দুর রহিম, মোরাদ উজ্জামান, এনাম উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল হান্নান, সাইদুল ইসলাম, জসিম আহমদ, লিমন আহমদ, কোম্পনীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী কোম্পানীগঞ্জ তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী হোসেন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, যুগ্ম আহবায়ক হাজি ময়নুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি বারবার জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছে। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।