২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেপরোয়া বাসের ধাক্কায় তিনটি যানবাহন দুমড়ে-মুচড়ে, আহত ৪

admin
প্রকাশিত ০৪ জুলাই, শুক্রবার, ২০২৫ ২১:৪৭:৩৯
বেপরোয়া বাসের ধাক্কায় তিনটি যানবাহন দুমড়ে-মুচড়ে, আহত ৪

Manual6 Ad Code

সিলেটের গোটাটিকর এলাকায় একটি বেপরোয়া গতির বাস একে একে তিনটি যানবাহনে ধাক্কা দিলে অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

 

Manual8 Ad Code

 

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে আসা একটি বাস সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের সামনে পৌঁছে প্রথমে একটি টমটমকে ধাক্কা দেয়। এরপর দ্রুত গতিতে চলতে থাকা বাসটি আরও একটি টমটম ও একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যানবাহনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

Manual8 Ad Code

 

 

Manual5 Ad Code

 

 

 

দুর্ঘটনায় তিনজন চালক ও একজন নারী যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

 

 

 

রাত সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিফ জানান, দুর্ঘটনার ঘটনাস্থল ছিল দুটি পয়েন্টে বিভক্ত। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব যানবাহন। বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, তাকে আটকের জন্য অভিযান চলছে।