১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেপ্তার

admin
প্রকাশিত ০২ নভেম্বর, রবিবার, ২০২৫ ১৮:৩৭:৩০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেপ্তার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি ও বানিয়াচং উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার প্রত্যন্ত মার্কুলি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান

ওসি বলেন, “শহীদ পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ৯ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের আগে চেয়ারম্যান মঞ্জু কুমার দাস দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। এমনকি গতকাল শনিবার তিনি স্থানীয় একটি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে পুলিশ ফাঁড়ির সদস্যরাও ছিলেন।

Manual7 Ad Code

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর দ্রুত অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

Manual8 Ad Code

এর আগে শনিবার রাতে শহীদ পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করেন। তখন ওসি মিজানুর রহমান তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী রোববারই অভিযান পরিচালনা করে চেয়ারম্যান মঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual5 Ad Code